আরশোলা দূর করতে তেজপাতার ব্যবহার।
সাধারণত মশলা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তেজপাতা । তবে ঘর থেকে আরশোলা, তেলাপোকা দূর করতেও এটি দারুন কাজ করে। তেজপাতার ঝাঁঝালো ও তীব্র গন্ধ আরশোলা সহ্য করতে পারে না।
আরশোলার ঘম তেজপাতা তেজপাতা সাধারণত মশলা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে । তবে ঘর থেকে আরশোলা দূর করতেও এটি দারুন কাজ করে । তেজপাতার ঝাঁঝালো ও তীব্র গন্ধ আরশোলা সহ্য করতে পারে না । তাই আরশোলা তাড়ানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে ঘরে তেজপাতা রাখা ।
ব্যবহার এর পদ্ধতি :
১.তেজপাতা শুকিয়ে বা ভেজে গুড়ো করে নিন ।
২.এই গুড়ো সপ্তাহে দুইবার ঘরের কোনাগুলোতে ছড়িয়ে দিন । আরশোলা ঘরে ঢুকবে না ।
৩.তেজপাতা গুড়ো করা ঝামেলা মনে হলে তেজপাতা রোদে কড়কড়ে করে শুকিয়ে ঘরে ছড়িয়ে রাখুন , একই কাজ হবে ।
আরশোলা তাড়ানোর সবচেয়ে সহজ ও সস্তা পদ্ধতি এটি।
Tags:
Health