বার্লি কি এবং বার্লির উপকারিতা বাংলা স্বাস্থ্য জ্ঞান। What is Barli and barli health benefits in Bengali

বার্লি  কি এবং বার্লির উপকারিতা বাংলা স্বাস্থ্য জ্ঞান। What is Barli and barli health benefits in Bengali.


বার্লি ওয়াটারে থাকা ফাইবার, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। ফাইবারের মধ্যে বিটা-গ্লুকোন খাবার থেকে পাকস্থলী ও অন্ত্রে কোলেস্টেরল শোষণ আটকায়। বার্লি ওয়াটারের মধ্যে ভিটামিন বি ও নায়াসিন থাকে, যা অস্টিওপোরেসিস প্রতিরোধ করে। এটি এক ধরণের হৃদরোগ এবং  অধিক রক্তচাপ কমাতে সাহায্য করে। 

ক্ষারীয় হবার জন্যে এবং দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবারের উপস্থিতির কারণে বার্লি ওয়াটার একাধারে কোষ্ঠকাঠিন্য সহ হেমোরহোডিস ও গ্যাস্ট্রাইটিসের মতন হজম সংক্রান্ত সমস্যার  সমাধান  করে।

বার্লির বিটা-গ্লুকান্স, খাওয়ার পরে গ্লুকোজ শোষণ ধীরে করে দেয় এবং গ্লূকোজ ও ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করে।

বার্লি ওয়াটার পুষ্টি উপাদানের শক্তি ভাণ্ডার এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মতন অসংখ্য পুষ্টি উপাদানে ভরপুর।

বার্লি ওয়াটার শরীর থেকে টক্সিন বের করে দিয়ে ত্বককে পরিষ্কার-পরিচ্ছন্ন করে । এর মধ্যে অ্যাজেলাইক নামক যৌগ থাকে, যা হালকা থেকে মাঝারি ব্রণের নিরাময় করে, ত্বক ফাটার সাথে জড়িত জ্বালা-যন্ত্রণা কমায় এবং লোমকূপের মুখ আটকে যাওয়া প্রতিরোধ করে। এটা ফ্রি রাডিকেলেরও মোকাবিলা করে। উপকার পাবার জন্য সপ্তাহে কয়েকবার পান করুন।


বার্লির উপকারিতাঃ

১। হজমে সাহায্য করে ।

২। কোলেস্টেরল কমায় ।

৩। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ।

৪। হৃদপিণ্ডের সুস্থতা বজায় রাখে ।

৫। ফ্যাট মেটাবলিজম উদ্দীপিত করে ।

৬। রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায় ।

৭। বার্লি ওয়াটার ল্যাক্টোজেনিক খাবার হিসেবে ভুমিকা পালন করে ।

৮। জেস্টেশানাল ডায়াবেটিস এড়িয়ে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে । 

TELL US IF YOU HAVE ANY QUERIES.

Previous Post Next Post

Contact Form