প্রি - এক্লাম্পসিয়া কি কারণে হয় এর লক্ষন কি? What is Pre-eclampsia in bengali health tips

প্রি - এক্লাম্পসিয়া কি কারণে হয় এর লক্ষন কি 


প্রি - এক্লাম্পসিয়া একটি উচ্চ রক্তচাপ জনিত সমস্যা । যা গর্ভবতী মায়েদের হয়ে থাকে । গর্ভাবস্থায় প্রি - এক্লাম্পসিয়া খুবই ঝুঁকিপূর্ণ । এটি মারাত্মক পর্যায়ে গেলে খিঁচুনী হয় । যা মা ও শিশু মৃত্যুর কারন । গর্ভাবস্থায় যদি উচ্চ রক্তচাপ ও ইউরিনের সাথে প্রোটিন বা অ্যালবুমিন নির্গত হয়, তবে তা প্রি-এক্লাম্পসিয়া।এই প্রি-এক্লাম্পসিয়া হলে গর্ভাবস্থা ঝুঁকিপূর্ণ হয়।এটি মারাত্মক পর্যায়ে গেলে খিঁচুনী হয়। যা "মা ও শিশু মৃত্যু" এর কারন।


গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের দেহে অতিরিক্ত পানি আসা প্রি-এক্লাম্পসিয়ার প্রধান লক্ষণ। এই রোগের লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই সচেতন হতে হবে ও চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। নয়তো এই রোগের জটিলতার ফলে ব্রেন হিমোরেজ, লিভার ফেইলর, কিডনি ফেইলর হতে পারে। কারো কারো ক্ষেত্রে রক্তক্ষরণসহ আরো জটিলতা দেখা দিতে পারে।


প্রি - এক্লাম্পসিয়া কি কারণে হয় এর লক্ষন কি? What is Pre-eclampsia in bengali health tips.


মৃদু প্রি - এক্লাম্পসিয়া :

গর্ভাবস্থায় মায়ের রক্তচাপ যদি ১৪০/৯০ থেকে ৬০/১১০ এর মধ্য হয় তবে তা মৃদ্যু প্রি - এক্লাম্পসিয়া । 


মারাত্মক প্রি - এক্লাম্পসিয়া :

গর্ভাবস্থায় মায়ের রক্তচাপ যদি ১৬০/১১০ এর বেশি হয় তবে তা মারাত্মক প্রি -এক্লাম্পসিয়া ৷ 


কারন : 

* মায়ের ওজন বেশি হওয়া । 

* অল্প বয়সে গর্ভধারন করা । 

* উচ্চ রক্তচাপ হওয়া ।

* গর্ভে একাধিক সন্তান থাকা ।

* ডায়াবেটিকস ও কিডনি সমস্যা ।

* প্রি - এক্লাম্পশিয়ার পূর্ব ইতিহাস ।


লক্ষন : 

* শরীরে পানি আসা । 

* তীব্র মাথা ব্যাথা ৷

* বমি হওয়া ।

* পেট ব্যথা হওয়া ৷ 

* দৃষ্টি শক্তির সমস্যা ।


সতর্কতা : 

এই রোগের লক্ষন প্রকাশ পেলেই সচেতন হতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে ।




তথ্য সংগ্রহঃ সুইটি আক্তার

Tag :

preeclampsia,disease,preeclampsiaawareness,healthawareness,healthylifestyletips।

TELL US IF YOU HAVE ANY QUERIES.

Previous Post Next Post

Contact Form