পিকা রোগ কি এবং পিকা রোগের চিকিৎসা। Pica rog ki abong pica rog er chikitsha

পিকা রোগ কি এবং পিকা রোগের চিকিৎসা। Pica rog ki abong pica rog er chikitsha।


পিকা একটি মানসিক ও আচরনগত ব্যাধি। এ ব্যাধিতে আক্রান্ত শিশু সামনে যা পায় তাই মুখে দেয়। ফলে বিভিন্ন সংক্রমন রোগ এবং বিষক্রিয়ায়; যেমন- সিসা -বিষক্রিয়া ইত্যাদিতে আক্রান্ত হয়ে থাকে। তাই শিশুর মধ্যে অখাদ্য মুখে দেয়ার অভ্যাস দেখা দিলে অভিভাবকগণদের সতর্ক হতে হবে।


পিকা রোগ কি ??

পিকা একটি আচরনগত রোগ । পুষ্টিহীন ও খাওয়ার অযোগ্য বস্তুর প্রতি আসক্তি রোগই হচ্ছে পিকা । এটি একটি ইটিং ডিসঅর্ডার । এই রোগটি শিশুদের মধ্যে বেশি দেখা যায় । তারা যা পায় তাই মুখে দেয় । তবে এই মানসিক রোগটি যেকোনো বয়সের মানুষকেই প্রভাবিত করতে পারে । আক্রান্ত শিশুরা বালি , পাথর , ইট , কয়লা , কাগজ , সাবান ইত্যাদি সব অখাদ্য মুখে দেয় ।


পিকা রোগ এর কারন :

নানা কারণে পিকা রোগটি হতে পারে । তার মধ্যে অপুষ্টি অন্যতম ৷ সাধারনত জিংক ও আয়রনের অভাবে শিশুদের মধ্যে এই রোগ দেখা দেয় । তাই শিশুদেরকে জিংক ও আয়রন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে ।


পিকা রোগ এর জটিলতা :

এ রোগে আক্রান্ত শিশুরা বিভিন্ন অপদ্রব্য মুখে দেয়ার ফলে পরজীবী সংক্রমণ , অন্ত্রের সংক্রমণ , বিষক্রিয়া ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হয় ।


  

পিকা রোগ এর চিকিৎসা :

শিশুর মধ্যে পিকা রোগের লক্ষন প্রকাশ পেলেই অভিভাবকদের সতর্ক হতে হবে । পিকা রোগটি যেহেতু আচরন গত তাই সাধারনত এর কোনো চিকিৎসা নেই । তবে রোগীর মানসিক উন্নতির জন্য একজন মনোবিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া যেতে পারে ।




তথ্য সংগ্রহঃ সুইটি আক্তার
(Nutritional View)

TELL US IF YOU HAVE ANY QUERIES.

Previous Post Next Post

Contact Form