পিকা রোগ কি এবং পিকা রোগের চিকিৎসা। Pica rog ki abong pica rog er chikitsha।
পিকা একটি মানসিক ও আচরনগত ব্যাধি। এ ব্যাধিতে আক্রান্ত শিশু সামনে যা পায় তাই মুখে দেয়। ফলে বিভিন্ন সংক্রমন রোগ এবং বিষক্রিয়ায়; যেমন- সিসা -বিষক্রিয়া ইত্যাদিতে আক্রান্ত হয়ে থাকে। তাই শিশুর মধ্যে অখাদ্য মুখে দেয়ার অভ্যাস দেখা দিলে অভিভাবকগণদের সতর্ক হতে হবে।
পিকা রোগ কি ??
পিকা একটি আচরনগত রোগ । পুষ্টিহীন ও খাওয়ার অযোগ্য বস্তুর প্রতি আসক্তি রোগই হচ্ছে পিকা । এটি একটি ইটিং ডিসঅর্ডার । এই রোগটি শিশুদের মধ্যে বেশি দেখা যায় । তারা যা পায় তাই মুখে দেয় । তবে এই মানসিক রোগটি যেকোনো বয়সের মানুষকেই প্রভাবিত করতে পারে । আক্রান্ত শিশুরা বালি , পাথর , ইট , কয়লা , কাগজ , সাবান ইত্যাদি সব অখাদ্য মুখে দেয় ।
পিকা রোগ এর কারন :
নানা কারণে পিকা রোগটি হতে পারে । তার মধ্যে অপুষ্টি অন্যতম ৷ সাধারনত জিংক ও আয়রনের অভাবে শিশুদের মধ্যে এই রোগ দেখা দেয় । তাই শিশুদেরকে জিংক ও আয়রন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে ।
পিকা রোগ এর জটিলতা :
এ রোগে আক্রান্ত শিশুরা বিভিন্ন অপদ্রব্য মুখে দেয়ার ফলে পরজীবী সংক্রমণ , অন্ত্রের সংক্রমণ , বিষক্রিয়া ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হয় ।
পিকা রোগ এর চিকিৎসা :
শিশুর মধ্যে পিকা রোগের লক্ষন প্রকাশ পেলেই অভিভাবকদের সতর্ক হতে হবে । পিকা রোগটি যেহেতু আচরন গত তাই সাধারনত এর কোনো চিকিৎসা নেই । তবে রোগীর মানসিক উন্নতির জন্য একজন মনোবিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া যেতে পারে ।