TOP 100 BANGLA SAD LATEST SHAYARI 2022 ।
কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ১০০ নতুন বাংলা শায়েরি যা আপনাদের বাংলা শায়েরির এক ভিন্ন অনুভূতি দিবে। এবং তোমরা এই শায়েরি গুলো তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জন দের সাথে শেয়ার করতে পারো। অথঃএব চলো শায়েরি গুলো একবার দেখে নেওয়া যাক।
বাস্তবতার ভিড়ে বেঁধে রেখেছো নিজেকে চেয়ে দেখো অসময়ে সেই এসেছিল তোমাকে নতুন করে গড়তে।
বেঁচে থাকা ভীষণ কঠিন নিয়ে এক বুক যন্ত্রনা ঈশ্বর হয়তো ভুলে গেছে আমি মানুষ কোনো যন্ত্র না।
তুমি আর এক কাপ চা এই ভেবে দিন তোমার কাছে রইলো আমার এক বিকেলের ঋণ তুমি মানে সেই বিকেল একলা আকাশ নীল তোমায় ভেবে হাতছানি দেয় দূরের শঙ্খচিল।
দেশটা আজ সাদা কাফনে নিভিয়ে যাচ্ছে আলো লড়ছে শুধু সাদা পোশাক বাকিদের কি এসে গেলো।
যার মুখেতে হাসি লেগে, ভাবছো বেজায় খুশিই তবে তার বুকেতেই রোজ রাতেতে, জোয়ার ওঠে ভীষণ ভাবে।
ফিরে এসো বেলা ফুরানোর আগেই, ঘোর সন্ধ্যায় আমার হারানোর বড্ড ভয়, ক্রমহ্রাসমান ভালোবাসায় ব্যাকুল আমি, চক্রবৃদ্ধিতে খুব বাড়ছে সংশয়।
নিয়নমাখা শহর ডোবে অচেনা ঠোঁটের গভীরে, আদিম কিছু পরশের খোঁজে বেনামী নাগরিক ভীড়ে অপেক্ষারা জাল বোনে তবু সময়রা দিশেহারা, জানে শুধু এই শুণ্য হৃদয়, রাতজাগা শুকতারা।
তোমার শহরে রাত্রি নামে সাড়ম্বরে, এক আকাশের নিচে আমিও থাকি তোমার মাথায় আশীর্বাদি ফুল, আমার চোখে পূর্বজন্মের স্মৃতি।
যে মেয়েটি ভীষন কঠিন, রগচটা যার স্বভাব খুঁজলে পাবে তার জীবনেও, ভালোবাসার অভাব।
আজো মনের ক্যানভাসে, তোমার ছবি আঁকি হৃদয়ের অনেক কথাই, রয়ে গেছে যে বাকি।
TOP 100 BANGLA SAD SHAYARI 2022
ছায়ার সাথে কথা বলি, আপন ভেবে বিপরীতে উত্তরহীন ভালোবাসা, অনুভূতিতে প্রবল থাকে।
হারতে দেখে যে মানুষটা, আর এগোই নি তোমার সাথে তুমিও বরং বুঝিয়ে দিও, সূর্য ডুবলে ও উঠতে জানে।
একটা আঙ্গুল তার দিকেতে, ভেবো তোলার আগে বাকি তিনটে আঙ্গুল কিন্তু, নিজের দিকেই থাকে।
উন্মাদ মন প্রতি দুবেলা পায়রার বেশে, তোমার মনপাড়ায় খোঁজে আস্তানা প্রতিবারই তো কাক ভেবে তাড়িয়ে দাও, একবারকি পায়রা ভাবতে পারনা।
ইতিহাস হয়ে থেকে যায়, কিছু ফেলে আসা স্মৃতি ভেবে নিস ওটাই ওদের পরিনয়, এবং ওদের পরিনিতি।
কাছের মানুষ যতই সে হোক, সন্দেহ রেখো তবুও প্রতিযোগিতার এই শহরে, বিশ্বাসঘাতক হয় বন্ধুও।
চাই না তোমায় হারিয়ে ফেলতে, নিতে চাই না কোনো ঝুঁকি তাই তো তুমি হাজার বকলেও, আমি শান্ত হয়ে থাকি।
সবাইকে সময় দিতে দিতে, দিনশেষে দেখি নিজের ঝুলি শূন্য থাকবে না যখন মিশুকে মানুষগুলো, বুঝবে তখন তাদের কী মূল্য।
অতীত রাতের প্রতিশ্রুতি, আর রাত জাগা প্রেমালাপ তাতে মিথ্যেই ছিলো ভরা, সবটুকুই বানানো সংলাপ।
আজকাল তো ভালোই আছিস, তোর সেই নতুন মানুষের সঙ্গে জানিস, আজও তোকে মনে পড়ে, তোর ওই প্রিয় পারফিউমের গন্ধে।
আবেগেরও জাত হোক, স্মৃতি ভিজুক কান্নায় এ শহরে গোলাপ বরাদ্দ, কতো আলাপের বায়নায়।
BANGLA SAD SHAYARI 2022
আজ যখন দেখি পিছু ফিরে, কি কি হারিয়েছি এই জীবন তীরে ফিরে পেতে চাই সেই জীবন, যেখানে ছিল না কেউ প্রাক্তন।
হৃদয়ের কথা হৃদয়েই থাকে, বলা হয়ে আর ওঠে না কভুও দুচোখে ঢেউ নামে, তবুও যে ঠোঁট ফোটে না।
মানবতা আজ পণ্য মাত্র, স্বার্থসিদ্ধির রাজনীতিতে মানবতা ছাড়া সবই আছে, মনুষ্য'ময় এ পৃথিবীতে।
আলোতে হাঁসছি, অন্ধকারে কাঁদছি, আড়াল করছি নিজেকে নিজের থেকে আয়নায় রোজ দেখছি মুখোশ, হুবাহু মুখের মতোই দেখতে।
বয়ে যায়, রয়ে যায়, স্মৃতির পাতা ভার থেকে যায় প্রশ্ন, অনুত্তর, কে ছিল কার।
মহামারী চলেছে বিশ্বজুড়ে, বিশ সাল রয়েছে স্মৃতির পাতায় বছর ঘুরে আবার কোরোনার রব, মানুষকে বন্দী বানায়।
মানুষ বড্ড স্বার্থ লোভী, উদাহরন আমাদের সরকার ভোটের প্রচার গুটিয়ে নিয়ে, বলছে এবার লকডাউন দরকার।
স্মৃতির পথে খুঁজি তোকে, স্বপ্নে আসিস রাত্রি হলে আজও আছি অপেক্ষাতে, নতুন তোকে পাবো বলে।
ভাত জুটলেও শাক জোটে না, ক্ষুধায় কাটে বিকেল দুচোখ জুড়ে তবুও তার, স্বপ্ন আঁকা অঢেল।
হৃদয় থেকে করবে যেদিন, হৃদয় ছোঁয়ার অঙ্গীকার যতই আসুক কঠিন বাঁধা, ছুটে যাব সহস্রবার।
মশাল জ্বেলে ঊর্ধ্বে রাখো, সঙ্কল্প থাক মনে এই মহামারী নেবে বিদায়, চোখের জলের শুদ্ধ স্নানে।
হঠাৎ করে যদি হারিয়ে যায়, মৃত্যু শয্যার কাছে তুমি কি আমায় খুঁজবে, হাজারো ব্যস্ততার মাঝে ?
সংসারের অবুঝ মায়ায়, পোড়া মন বোঝে না হায় আমার আমি শুধুই জড়ায়, বন্ধুত্বে আর আত্মীয়তায়।
BANGLA SAD SHAYARI 2022
যাতনার ভাগটা আমারই থাক, প্রিয়জন তো আর হতে পারেনা সবাই কাটাছেড়া করা যাদের পেশা, তাদের কাঁপেনা হাত করতে জবাই।
আমাদের খুব দেখা হয়না, হলেও কথা অল্প আমাদের কোন রাজত্ব নেই, তবুও রাজা রানীর গল্প।
ভাবছো বড় নিজেকে তুমি, মনেতে তোমার জেগেছে অহংকার এটা যে তোমার পতনের কারণ, ঠাঁই হবে তোমার ঘোর অন্ধকার।
শহরজুড়ে মৃত্যু মিছিল, জ্বলছে চিতা অনর্গল তবু রাজনীতি শান্ত হয় না, আসে না তার কি চোখে জল ?
হয়তো সেখানে শুভ সমাপ্তি নেই, হয়তো তাদের গন্তব্য ছিলো ভিন্ন তবুও এটাই দৃঢ় সত্য যেখানে তাদের, ভালোবাসা টুকু একের ওপরের জন্য।
চোখের খিদে দৃশ্য মেটায়, অন্ধ কি আর অভুক্ত রয় নাটকের প্রেমেও প্রান থাকে, দর্শক কি তা বুঝতে পায়।
যন্ত্রণা যার তারই থাকে, কেউ নিতে পারেনা তার ভাগ প্রকৃত যে সেই একমাত্র বোঝে, কোনটা অভিমান আর কোনটা রাগ।
কেউ জানুক না জানুক, একমাত্র মধ্যবিত্তরা ই জানে কঠিন সব পরিশ্রম করে, সফলতার আসল মানে।
নিজেকে এমন ব্যস্ত রাখো, যাতে মন খারাপের সময়ই না পাও অন্যের উপর নির্ভর করোনা, নিজের মনের ওষুধ নিজেই হয়ে যাও।
ইগোর পারদ চড়ছে শুধু, ভালবাসা আজ মারন ঝড় চুমুর প্যারাসিটামল এক্সপায়ারি ডেট, প্রেমের ঘরে ভীষন জ্বর।
অজস্র গল্প নাটকের ছলে, ব্যস্ততার মধ্যে বিরাজমান তোমার গল্পে উপসংহার মাত্র, আমার ভূমিকায় তোমার স্থান।
বসন্ত একা আসে না, সাথে আনে সুবাস ফুলের মোহে ব্যাকুল ভ্রমর, শুধুই খোঁজে বিলাস।
সময় তার নিয়ম মেনে, ঠিকই যাবে বয়ে যন্ত্রণাময় অতীত গুলো, তবু মনেই থাকবে রয়ে।
ডাইরির লিখা শুকিয়ে গেছে, কেটে গেছে অনেক বছর নেই তুমি আজ গেছো চলে, এদিকে আমি গুনছি প্রহর।
মন বয়ে চলে স্মৃতির তালে, ঠোঁট ছুঁয়ে যাক আবেগ পরিণত সম্পর্ক আর ভালোবাসাদের, হতেই হয় সাবেক।
যার আঁচলে কান্না মুছি, যার কোলেতে রাখি মাথা সে আমাদের জন্মদাত্রী, সেই আমাদের আদুরে মা ।
বৃদ্ধাশ্রমে পরিপূর্ণ আজও , সন্তানের আঘাতে মায়ের বুকে ক্ষত শিক্ষিত সমাজে পালনীয় হচ্ছে , Mother's day টা নাটকের মতো।
BANGLA SAD SHAYARI 2022
নিজের মানুষেরাই যখন ভুল বোঝে , তাকে আর বোঝানো যায়না কিছু নতুন মানুষতো অনেক আসে , পুরনো স্মৃতি কিছুতেই ছাড়ে না পিছু।
সুখ দুঃখের অনেক দূরে গিয়ে , চিলেকোঠায় পাতাবো সংসার যেখানে থাকবেনা হারানোর ভয় , হবেনা প্রয়োজন ছেড়ে পালাবার।
একজন প্রকৃত প্রেমিকই জানে , প্রেমে আছে কতো কান্না যে মানুষ নদী পেরিয়েছে সেই জানে , কতোটা ভয়ংকর হয় বণ্যা।
শহর জুড়ে বৃষ্টি নামে , আমরা দুজন হটাৎ মুখ মুখী যারা প্রতি মুহূর্ত দূরত্ব মাপে , এই বৃষ্টিতে তাদের গল্প বাকি।
হৃদয়ের পাতায় রয়েছে অতীতের ছাপ , আর বাইরে টুপ টাপ বৃষ্টির হিয়া শৈশব কেটেছিল আনন্দের আবদারে , তার স্মৃতিগুলো এখন নস্টালজিয়া।
রাজা বসেন সিংহাসনে , জনগণের দায় বর্তায় ক'দিন আগেই জনজোয়ার , এখন দূরত্ব রাখুন বজায়।
প্রিয় মানুষ চলে যায় , রেখে যায় ডাকনাম অসমাপ্ত উপসংহার শেষে , কান্নায় ভেজে শিরোনাম।
আসক্ত শহরের প্রতিটা মোড়কে , প্রেমের বিপ্লব করছে রাজ গোলাপগুলো আহত ভীষণ , চুক্তি হয়েছে ভালোবাসার গন্ধরাজ।
টান যেন বেড়ে যায় দূরে যায় যত , ভালোবাসা বেঁধে রাখে স্মৃতির মত থাকবি তুই আদর যত্নে হৃৎপিণ্ডের পাশে , ভালোবেসে কান্না ঝড়ে প্রতিটা নিঃশ্বাসে।
মনের কথাটি নীরবে গোপনে , রাখতে তুমি পারো বলবে যেদিন হয়ত সেদিন , আমি অন্য কারো।
তোমার প্রেমে স্নিগ্ধতা নেই , শুধুই আছে মোহ আমার প্রেমের শ্রাবনটা , ভীষন রকম ভয়াবহ।
সময় বলে কে কার আপন , কতোটা সত্যি কতোটা নাটক দুঃসময়েই মানুষ চেনা যায় , কে কে বিশ্বাসী আর কে কে ঘাতক।
TOP BANGLA SAD SHAYARI 2022
যে মানুষের কথা বিষ ঢালে অন্তরে , তাকেও একটু প্রশয় দিও ঠোঁট কাটা হলে তুমি বিষ গুলো , রাবড়ি ভেবে গিলে নিও।
চোখের জল বাঁধ ভেঙেছে , ভিজেছে তাই শরীর মনের মধ্যে জমেছে ক্ষত , হৃৎপিণ্ড হয়েছে স্থির।
স্মৃতিতে যদি ঘুণ ধরে , ভাবনাতে আর ডুব দেবো না জীবনটা তো একান্তই , থাকনা কিছু যন্ত্রণা।
নেই কোনো অভিযোগ , থেকে যেয়ো স্মৃতিতে কাছে পাওয়া হলো না , গল্পের ইতিতে।
সময়ের ব্যবধানে দুজন দু'দিকে,গত হওয়া স্মৃতি নির্বাক , নিশ্চুপ অতীত হানা দেয় শূণ্য উঠানে , পুরনো আবেগ আজ ধ্বংসের স্তুপ।
গোলাপ দিয়ে সাক্ষী রেখে , রয়ে যায় কত স্মৃতি ভালবাসার পরিণতি পায় ক'জন , বেশিরভাগ মিথ্যে প্রতিশ্রুতি।
সেরে ওঠো পৃথিবী , মানুষ আজ বড্ড অসহায় মৃত্যুর ভয়ে কাঁপছে শহর , সম্পর্ক সব বন্দি মায়ায়।
জীবন যুদ্ধে জয়ের মোহে , হয়েছি সমর্পণ আজ মৃত্যুকালে শেষ যাত্রায় , আমি একাই প্রিয়জন।
প্রেমের সাথে শূন্য কথাটা , বেজায় বড্ড বেমানান কেউ না কেউ তো এসেই যায় , ভরিয়ে দিতে শূন্যস্থান।
ঠিক যতোবার ব্যর্থ হবে , ভেঙে যাবে , হোঁচট খাবে ভাঙার পরে ভেতর থেকে , ঠিক ততটাই শক্ত হবে।
আমরা সবাই জড়িয়ে পড়ি ঠিকই , আসলে কেউই চাইনা আঁকড়ে বাঁচতে প্রেমে পড়ে হাতটা ধরা দারুন সোজা , ক্ষমতা লাগে সারা জীবন ধরে থাকতে।
জীবন যখন রইবে থেমে , বন্ধ ঘড়ির কাঁটার মতো তবুও তো বাঁচাতে হবে , পূরণ করে বুকের ক্ষত।
আত্মসম্মান বড্ড দামী , স্রোতের বিপরীতেও ভাসতে হয় ভালোবাসা আসলে সাধনা'ই , ভালোবাসা সবার জন্য নয়।
বিশ্বাসগুলো ভাঙছে যে প্রতিনিয়ত , পরিচিতদের বাক্য দূষণের বাইপাসে স্মৃতিগুলো মরতে চাইছে অবিরত , আর ক্যানভাসগুলো রং খুঁজছে অবকাশে।
TOP 100 BANGLA SAD SHAYARI 2022
কাটছে দিন আতঙ্কের , শহর জুড়েই মৃত্যুশোক সরিয়ে সব গুজব , সচেতনতাই অস্ত্র হোক।
ভালোবাসার খেলায় জয়ী তুই , জিতে নিলি মন তুই আমার সবকিছু , আর আমি তোর প্রাক্তন।
বেসো না আর ভালো , নাই বা খোঁজো নিলে , অবহেলাতেই না হয় আমাকে রেখো মনের দুরত্ব যদি ভালোবাসা বাড়ায় , শত আলোকবর্ষ দূরেই না হয় ভালো থেকো।
তোমার হাতে গড়তে গিয়ে বুঝিনি , যে তোমার হাতেই ভাঙতে হবে শেষে অনেকেই তো আমাদের জীবনে আসে , তফাৎ কেবল কেউ প্রয়োজনে , আর কেউ ভালোবেসে।
পুড়ছে শহর , পুড়ছে দেশ , বাড়ছে হিংসা বিদ্বেষ যত দিনের শেষে সবাই একা , গভীর হয় মনের ক্ষত।
তুমিও এক ব্যার্থ প্রেমিক , বেচেঁ আছো শুধু শূন্যতা নিয়ে প্রতিবারই ভাবো কিছু পাবো , নিঃস্ব হও সবটুকু দিয়ে।
পুড়ছে যারাই ভিতর ভিতর , অশ্রু ঝরায় গোপনে কবির অসুখ বোঝেনা সবাই , মিথ্যে ভিড়ের যাপনে।
হারিয়ে গেছে পাখির গানের কলি , শহরে আজ উড়ছে কেবল শোক তবুও হাল না ছেড়ে লড়াই করছে যারা , চাইবো আমি তাদের ভালো হোক।
এই জীবনে বাঁকা পথে , চলতে যদি পারো কদর পাবে মানুষ বলে , সুনাম হবে বড়ো।
দিনের শেষে তাঁর ভুলগুলো ধরে , তুমি হলে বেজায় খুশি সম্পর্ক ভাঙার দোষের পেছনে কিন্তু , দুজনেই ছিল সমান ভাবে দোষী।
বুকের ভেতর জমছে রোদ , মনের আজ ভীষণ জ্বর নদীর হঠাৎ গতি রোধ , মাঝবয়সীর অবসর।
জীবনের অন্তিম শয্যায় সঞ্চয় শুধু , তাজা কিছু স্মৃতি , যা হৃদয় গভীরে সুপ্ত ঝিনুক যেমন পরিণত হয়ে গেলে , আগলে রাখে দামি দামি কিছু মুক্ত।
আমার ঠোঁটেও আসতে চায় কথা , কিন্তু চোখে আজও শোকের ঢেউ আমায় কেবল ভেঙে গিয়েছে সবাই , আদর করে জড়িয়ে রাখেনি কেউ।
মৃত্যু মিছিলে জনসমুদ্র , কেউ জিতছে , কেউ হারছে ভয় পাচ্ছো ? ওরা এখনো ক্লান্ত হয়নি , ওরা বাঁচানোর জন্য লড়ছে।
অনেক হল মিথ্যে প্রতিশ্রুতি , একতরফা ভালবাসার লড়াই ঠকতে ঠকতে ক্লান্ত লাগে ভীষণ , নিজের জন্য বাঁচতে এবার চাই।
মৃত্যু ক্ষয়ে জীবন মাঝে উঠছে রোজের ঢেউ , বাঁচার রসদ চিনছে নিয়ে থামছে না তো কেউ অলি গলির জীবন ছুঁয়ে জেগে আছে রাজপথ , মন্ত্র জপে জীবন ছোটায় যে বাঁচার বিজয় রথ।
বক্ররেখায় জীবন চলে , অহংকারে কুপোকাত ক্ষনিক সুখের কারসাজিতে , সব চেষ্টা বাজিমাত।
দেখা হয়ে যাবে কোনো এক দিন , কোনো এক অচেনা রাস্তার মোড়ে পরিচিত মুখ অপরিচিত হবে , অভিমান আর অবহেলাদের ভীড়ে।
সবাই যখন যাবে দূরে সরে , ঘন মেঘে হবে আকাশ কালো বুঝবে সেদিন , আমার মতো করে , হয়তো তোমায় কেউ বাসেনি ভালো।
কাচ ভেঙে গেছে , রক্তাক্ত হাত লিখছে তবু গল্প নিঃস্পৃহ তার চাহনিতে , সিকুয়েন্স ভাঙে অল্প।
মনের মধ্যে কষ্ট যত , গুমরে মরে ঘরের কোণে বৃষ্টি হয়েই ঝড়ে তারা , এমনি এক বাদল দিনে।
TOP BANGLA SAD SHAYARI 2022
বৃষ্টি নামে নিয়মমাফিক , রুমাল ভেজা শোক ভালোবাসার নৌকোডুবি , তলিয়ে যায় লোক।
নিদ্রাহীন শহরে আজ ছেয়ে গেছে কুয়াশা , অভিমানের মেঘ আর বৃষ্টি হয়ে ঝড়ে না ঊষার আলো ফোটার নেই কো কোনো আশা , ভোরের স্বপ্নরা আর তোমায় খোঁজে না।
Tags:
Bangla shayari