বাংলা দুঃখের শায়েরি ছবি সহ । Bangla sad shayari With picture। আজকের দিনে আমরা প্রেমিক প্রেমিকারা কিছু সেরা বাংলা দুঃখের শায়েরি (facebook) ফেইসবুক বা (whatsapp ) হোয়াটস্যাপ এ স্টোরি শেয়ার করার জন্য ইন্টারনেট এ দুঃখের শায়েরি খোঁজ করে থাকি। সেই কারণে আমরা এই পোস্টের কিছু অসাধারণ বাংলা দুঃখের শায়েরী নিয়ে এসেছি ।
হ্যাঁ আমি ভালোবাসতে ভয় পাই কারণ আমি জানি এই ভালোবাসার শেষ পরিণতি বিচ্ছেদ হয়।
আপনি এমন একজন মানুষ যে কিনা আমাকে আজীবন এক তীব্র ব্যথা বয়ে বেড়ানোর অভিশাপ দিয়ে গেছেন। তাতে কি। আমি আপনাকে অভিশাপ দিলাম আপনি যেনো মৃত্যুর আগে পর্যন্ত সর্বোচ্চ সুখে থাকেন।
তারপর থেকে আমি আর কখনো কোনো মানুষকে বিশ্বাস করতে পারিনি।
বদলে যাওয়া মানুষ গুলো খুশি থাকুক, আমায় ঠকানো মানুষগুলো না ঠকুক। অভিনয় করা মানুষ গুলো ক্লান্ত হোক, ধোঁকা দেওয়া মানুষ গুলো সফল হোক। বিশ্বাস ভাঙা মানুষগুলো পূর্ণ্য পাক, কষ্ট দেওয়া মানুষ গুলো ভালো থাক।
১০৮ দিন হয় যোগাযোগ বন্ধ,কথা হয় না, দেখা হয় না । তার নতুন মানুষ হয়েছে।কিন্তু এখনো বিশ্বাস হয় না মানুষটাকে আমাকে ছেড়ে গেছে। বিশ্বাস করতে পারছি না সে আমাকে ঠকিয়েছে। কিভাবেই বা করবো, সবটুকু বিশ্বাস তো সেই কবেই ভেঙে দিয়েছে।
ইনবক্সে পাঠানো মেসেজও আনসেন্ট করলেও একটা দাগ থাইকা যায় । আর তুমি তো মনে ছিলা । হৃদয়ে থাকা মানুষটা ছাইড়া গেলে খুব লাগে বুঝলা ......
ভুল মানুষের জন্য অপেক্ষা করে একবুক হাহাকার,তীব্র ব্যথা ছাড়া আর কি পেয়েছেন? আল্লাহ সবার জন্যই এমন একজনকে আগে থেকেই Fixed করে রেখেছেন যে মানুষটা তার জন্য উত্তম। সময় অনুযায়ী পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা তাড়াহুড়ো করে ভুল মানুষকেই সঠিক মানুষ মনে করে কষ্ট পাই। অথচ তারা কখনোই আমাদের ছিলো না। কি লাভ এত্তো কষ্ট পেয়ে। সব জেনেও কেনো এতো অর্থহীন অপেক্ষা। মানুষটা আমার থাকলে তো আমার হতো! অনেক হয়েছে আর না !!!
প্রতিটা মানুষ একজন নির্দিষ্ট মানুষের কাছে ভীষণ দূর্বল । প্রশ্ন হচ্ছে কেন? সেই মানুষটার প্রতিই কেনো? যদি উত্তর দিতে হয় তবে বলতে হবে, সবাই - ই ভালোবাসতে জানে, আপনাকে যে ছেড়ে গেছে হয়তো সেও কাউকে না কাউকে ভালোবাসে, আসক্ত তার প্রতি। আবার আপনি তার প্রতিই আসক্ত যে আপনাকে তীব্র ভাবে ঠকিয়েছে । সবার উচিত, ওই নির্দিষ্ট মানুষটাকেই ভালোবাসা , ভালোবাসলেই কাছে পেতে হবে এমন কোনো কথা নেই । সেটা চাহিদা হয়ে যাবে তাহলে, ভালোবাসা নয় । ভালোবাসা স্বর্গীয় ।
যে মানুষটা আপনাকেই বুঝে নাই সে কিভাবে এই কান্না বুঝবে বলেন ? একমাত্র চোখের পানি দিয়েই মানুষ তার যতো কষ্ট সব প্রকাশ করতে পারে । সবার জন্য কাঁদবেন না । কারো জন্য পাগলের মতো কাঁদছেন বলেই সে ফেরত আসবে না । এর থেকে ভালো হয় কি , তাকে তার মতো করে ভালো থাকতে দেন । যে থাকার সে এমনিতেই থাকতো । আপনি দূরে থাকুন , কষ্ট পান , কান্না করুন , পাগলামি করুন কিন্তু তাকে এগুলা দেখাতে যাবেন না । বরং যারা চলে গেছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন । suffering is Personal . আপনার কষ্টটা আপনাকেই বইতে হবে । suffer করতে থাকুন । একটা সময় পাগলামি কমে যাবে । সব ঠিক হয়ে যাবে । বাস্তবতা শিখে যাবেন ।
কাছের মানুষটার কাছে মনের মতো মন কিন্তু একদমই নেই । থাকলে তো তারা আমাদের পাশেই থাকতো । তাই যার কাছে আমাদের মনের মতো মন আছে তাঁকেই খোঁজা উচিত । ৭০০ কোটি মানুষের মধ্যে একজন মানুষের ৭ জন করে একই চেহারার মানুষ পাওয়া গেলে যার যার মনের মতো একই মন বিশিষ্ট মানুষ পাওয়াও সম্ভব ।
সে আমাকে ভালোবাসুক না বাসুক , আমি শুধু জানি আমি তাকে ভালোবাসি , সে সর্ব নিকৃষ্ট ভাবে আমাকে ঠকাক , যা ইচ্ছে করুক , সহস্র হাজার বার আমার মন ভাঙুক , আমাকে ছেড়ে চলে যাক , সে আমার আর না থাকুক , আমি শুধু জানি , আমি তাকে ভালোবাসি ।
যখন তোমাকে তোমার কমেন্টবক্সে অন্য ছেলেদের সাথে সুন্দর ও সহজভাবে আড্ডায় মেতে উঠো , তখন বুকের মধ্যে চাপা কষ্ট লাগে , কান্না পায় , ভুলে যাই তুমি আর আমার নাই , আস ফাঁস করে ভেতরটা । তখন আমার কিছুতেই মনে থাকে না যে আমি তোমাকে কি প্রচন্ড রকম ঘৃণা করি ।
তোমার মনে আছে ? তোমাকে বলেছিলাম , যেদিন তোমাকে সারাজীবনের জন্য নিজের করে পাবো , তোমাকে জাপটে ধরে পাগলের মতো কাঁদবো । তুমিও কথা দিয়েছিলে আমাকে সেদিন তুমি সামলাবে । কিন্তু দেখো , তোমাকে হারিয়ে আমিই আমাকে সামলে নিলাম । ঠিক কতোটা ভালোবাসা থাকলে মানুষ এমন করে কাউকে চাইতে পারে ভেবে নিও ।
বছর হতে চললো তাকে হারিয়েছি । আর সে হারিয়েছে তার প্রতি আমার বিশ্বাসটা । আমি তাকে হারিয়ে প্রচন্ড শোকাহত মর্মাহত হলেও সে বিশ্বাসটা হারিয়ে দিব্যি ভালো আছে । বিশ্বাস ভাঙার কষ্টটা তার বোধগম্য নয় । আমি তো চাই , সে যেইভাবে আমার বিশ্বাস টা ভেঙে দিয়েছে , তার বিশ্বাসটা যেনো কেউ না ভাঙে ।
যে মানুষটার জন্য এক সমুদ্র ভালোবাসা পায়ে ঠেলে আমাকে ছেড়ে যেতে তোমার একটুও বুক কাঁপলো না , সে তোমার হোক ।
দিনশেষে আমরা সবাই - ই কাউকে না কাউকে কষ্ট দিয়েই থাকি । আপনি তাকে ভালোবাসেন কিন্তু সে অন্য কাউকে এই বলে অভিযোগ করছেন ? কিন্তু অপর দিকে আপনিও কাউকে না কাউকে ফিরিয়ে দিয়েছেন যে মানুষটা আপনাকে ভালোবাসতো । আপনি ফিরিয়ে দিয়েছেন কারণ আপনাকে যে ভালোবাসে আপনি তাকে না আপনি যাকে ভালোবাসেন আপনি তাকেই ভালোবাসতে ব্যস্ত । মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না যেমনভাবে আপনি সেই মানুষটাকে দেন নি যে আপনাকে ভালোবাসে । যে আপনাকে ভালোবাসে তাঁকেই ভালোবাসুন , ভালো থাকবেন ।
যখন ছোট ছিলাম , অল্পতেই প্রচন্ড কষ্ট পেতাম , শখের খেলনাটা কেউ কেড়ে নিলে কান্নাকাটি করতাম আর ভাবতাম " ওই লোকটাকে আমি কখখনো ক্ষমা করবো না । " তারপর কিছুদিন পরেই কেনো কান্না করেছিলাম সেটাও ভুলে যেতাম । কিন্তু এখন ? যে মানুষগুলা আমাদের এত্তো কষ্ট দিলো , যাদের নিয়ে আমাদের এত্তো অভিযোগ । এই মানুষগুলাকে আমরা ভুলতে পারি না । আমরা সত্যিই অনেক বড়ো হয়ে গেলাম ।
Tags:
Bangla shayari