BANGLA BEST 50 SAD QUOTE 2022 BY -BONG GUY

BANGLA BEST SAD QUOTE 2022 BY -BONG GUY


বাংলা সেরা ৫০ টি দুঃখ মেসেজ লাইন। যেগুলো আপনার মন প্রাণ ছুঁয়ে যাবে। যদি আপনি কাউকে মিস করছেন কিন্তু তাকে বলতে পারছেন না যে আপনি তাকে মিস করছেন। আমরা তার জন্যই বেস্ট ৫০টি দুঃখের মেসেজ নিয়ে এসেছি আপনার জন্যই। যেগুলি আপনি Facebook story বা whatsapp  story তে দিতে পারেন।



১. সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষটা বাইরে থেকে নয় ভেতর থেকে শেষ হয়ে যায় ।


২. কেউ কষ্ট দিলে ভেঙ্গে পড়বেন না মনে রাখবেন উঠে দাড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে লাগে একটা আঘাত...।


৩. স্বার্থের এই পৃথিবীতে কাওকে নিঃস্বার্থভাবে চাওয়াটাও এক ধরনের অন্যায় ।



৪. জীবন কারো জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য ।


৫. যাকে ভালোবাসতে আমি অভ্যস্ত
সে আমার প্রতি বিরক্ত।


৬. মানব প্রকৃতি তখনই নিজেকে আবিষ্কার করবে যখন এটি সম্পূর্ণরূপে উপলব্ধি করবে যে মানুষ হওয়ার জন্য এটি হিংস্র বা পাশবিক হতে হবে” 

                                             -----মহাত্মা গান্ধী।


৭. মানুষের স্বভাব আসলে তিন প্রকার। এক. সে অন্যকে যা দেখিয়ে বেড়ায়। দুই. সে নিজেকে যা মনে করে এবং তিন হলো সে সত্যিকার অর্থে যা।

                                       ----- আলফাসোঁ কার।


৮. ছলনা হলো খুব কম সময়ের জন্য কিছু পাওয়ার আশায় বড় কিছু হারিয়ে ফেলা।

                                                — থমাস সয়েল।


৯. সত্য তোমাকে কিছুদিন দুঃখে রাখতে পারে তবে ছলনা সারাজীবন কষ্ট দিবে।
      
                                                    — সংগৃহীত।


১০. আজ নকল লাগে সব সুখের কাহিনী
দীর্ঘশ্বাস দীর্ঘ যামিনী
নতুন পরিচয়ে বাড়ে শুধুই গ্লানি
হাতড়ায় হাত ছুঁতে চায় যাকে চিনি
উফ! কতদিন তোমাকে দেখিনি
দেখতেও চাই না এ কথা মিথ্যে নয়
আসলে জীবন বলে সত্যিই কিছু নেই
জীবন জীবিত থাকার অভিনয়.

                                                   ------Fossils।


১১. প্রতি বেলা ফিরিয়ে দিয়েছো । এই বেলা আর তোমাকে চাইতে যাবোনা । নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলবো আর কোন বেলায় খুজে পাবেনা ।

                                                   ______স্মিতি।


১২. পরিবর্তন ভালো তবে চিরচেনা মানুষের কাছে অচেনা মনে হবে এমন পরিবর্তনের দরকার নেই ।।

                                 ____Vagabond বাঁধন।


১৩. পৃথিবীতে আমরা সবাই একা 
একসঙ্গে থাকার অভিনয় করি মাত্র।


১৪. আমাদের হয়েছিলো দেখা
যখন হৃদয়কে শাসন করছিলো শূন্যতা
আমাদের হয়েছিলো কথা
যখন মৃতের কঙ্কালে স্তব্ধ মহাকাল
মানুষের হৃদয় ভরে ওঠে
আবার শূন্য হওয়ার জন্যে
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য

                                                     ____এপিঠাপ।

১৫. আমি আমার জীবন পরিচালনা করিনি। আমি এটি ডিজাইন করিনি। আমি কখনও সিদ্ধান্ত নিই না। বিষয়গুলি সর্বদা আমার জন্য আসে এবং সেগুলি তৈরি করে, জীবন এটাই। 

                                           _____বিএফ স্কিনার।



১৬. জীবনে অনেকেই আসবে যাবে যে সঠিক হবে বেলা শেষে সে থেকেই যাবে।


১৭. অবাধ্যতা স্বাধীনতার প্রকৃত ভিত্তি, বাধ্য হতে গেলে দাসত্ব মেনে নিতে হবে ।


১৮. খুব সম্ভবত মানুষ তার শত্রুর কাছ থেকেও এতটা শাস্তি পায় না, যতটা না প্রিয় মানুষের কাছ থেকে পায়।


১৯. কষ্ট আমার বুকের পাঁজরে, লোমকূপে নোখে
কষ্ট আমার নিদ্রাবিহীন চোখের তাঁরায় ।।

                                   ____রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্।


২০. জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়।

                                              ___হুমায়ুন ফরিদী।


২১. "অসুখে মানুষ মরে যায়, মরে যায় স্বভাবে, তার থেকেও বেশি মরে মানুষ একটা নিজের মানুষ না থাকার অভাবে।"

                                                   _ রুদ্র গোস্বামী।


২২. একাকিত্বের এক ঐন্দ্রজালিক ক্ষমতা আছে যা দিয়ে অনেক অসম্ভবকে সম্ভব করা যায় ।।

                                          __Vagabond বাঁধন।


২৩. ডাকো নি,তবু ফিরে আসি বারবার
দেখে নিও একদিন,ফিরবো না আর!

                                              __সাদাত হোসাইন।


২৪. যদি আপনজন ফিরিয়ে নেয় বাড়িয়ে দেয়া হাত
যদি পরিচিত মুখ অচেনা হয়ে দিয়ে যায় আঘাত
ঝড়ের রাতে চলার পথে সাথী হারা হও তুমি
তবে দুঃখের হাতে দুঃখ সপে একলা চলরে
একলা চলোরে একলা চলোরে..

                                                              .....আর্ক।


২৫. দাঁড়ায়ে থাকে কে চেনা মনে হয়
দূর থেকে ডেকে বলে সব অভিনয়..


২৬. সামনে এগুনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও – একে একে সবই জানতে পারবে”

                                                 ----- সংগৃহীত।


২৭. ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছ”

                                                    ___সংগৃহীত।


২৮. 'ভালোবাসতে শেখ, ভালোবাসা দিতে শেখ
তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে
না।'

                                              ___টমাস ফুলার।

২৯. ‘প্রেম হল সিগারেটের মতো, যার আরম্ভ হল অগ্নি দিয়ে, আর শেষ পরিণতি ছাই দিয়ে’ 

                                          ____–জর্জ বার্নার্ডশ।


৩০. একই ব্যাক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হল সার্থক প্রেমের নির্দশন ।

                                                      ____ ব্রাটন।

বাংলা দুঃখের শায়েরি 


৩১. “যারা মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে , যারা মনে মনে ভালোবাসি বলে তারা খুব বেশি ভালোবাসে কেননা মুখের চেয়ে মন শতগুনে বেশি কথা বলে ।”

                                       ____নিশীথকুমার সেন।

৩২. তোমাকে আমার মতো করে ভালো না বেসে , তোমাকে তোমার মতো করে ভালোবাসি তাই তোমার উপর কখনোই রাগ করি না তবে একটু আধটু অভিমান হয় মাঝে মাঝে।”

                                       ____ নিশীথকুমার সেন।

৩৩. “যে ভালোবাসতে জানে , ভালোবাসি বলতে জানে না, তার মতো অভাগা এ পৃথিবীতে নেই “

                                           ____হৃষিকেশ অনন্ত।


৩৪. বিশ্বাস না থাকলে ভালবাসা কখনো পূর্ণতা পায় না ।


৩৫. “পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো এক তরফা ভালবাসা। আর তারচেয়ে বড় কষ্ট হলো আপনি তাকে ভালোবাসতেন সে জানত, এখনও ভালোবাসেন কিন্তু সে জানে না ”

                                             ___রেদোয়ান মাসুদ।


৩৬. অসাধারন মানুষ গুলো আমাদের মত সাধারন মানুষের সাথেই বাস করে শুধু দেখার মত চোখ আর মন থাকলেই তাদের দেখা যায় ।

                                          __Vagabond বাঁধন।

৩৭. প্রেমের মধ্যে ভয় না থাকিলে, রস নিবিড় হয়না” 

                                            __রবীন্দ্রনাথ ঠাকুর।


৩৮. ” ভালোবাসা দিয়েই কেবল ভালোবাসার ঋণ পরিশোধ করা যায় । “

                                   __আলেকজেন্ডার ব্রাকেন।


৩৯. “তোমাকে ভুলতে চেয়ে তাই আরো বেশি ভালোবেসে ফেলি , তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরো কাছে টেনে নেই , যতই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই তত মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে ।”

                                                 ___মহাদেব সাহা।


৪০. “বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলে দেয় ।”

                                      ___শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।


৪১. যে আগুন লাগায়, সে জানে না যার বুকে আগুন লাগল-তার কতটুকু পুড়ল।

                                   ___কাজী নজরুল ইসলাম।


৪২. জীবনে কারো ক্ষতি করার আগে, একবার ভেবে নিবেন। আজ আপনি যার ক্ষতি করছেন, কেউ একদিন আপনার এর চেয়ে বেশী ক্ষতি করতে পারে।

                                                   ___লর্ড শেরীয়ো।


৪৩. প্রেমের অকাল মূত্যু নেই বলে শোকের মধ্যে প্রেম চিরন্তন হয়ে যায়। 

                                       ___মানিক বন্দ্যোপাধ্যায়।

৪৪. প্রতিটি সার্থক প্রেমের কবিতা বলতে বোঝায় যে কবি প্রেমিকাকে পায় নি, প্রতিটি ব্যর্থ প্রেমের কবিতা বোঝায় যে কবি প্রেমিকাকে বিয়ে করেছে

                                             ----- হুমায়ূন আজাদ।


৪৫. দুর্নামকারীরা সাধারণত আড়ালপ্রিয়। সামনে ভাল মানুষ সেজে বসে থাকে।



৪৬. .অতি দ্রুত যে সম্পর্ক গড়ে ওঠে, উষ্ণতা কমে যেতেও তার সময় লাগে না।



৪৭. খুব বেশি সুন্দর কোন কিছু দীর্ঘস্থায়ী হয় না। খুব ভাল মানুষরাও বেশি দিন বাঁচে না। স্বল্পায়ু নিয়ে তারা পৃথিবীতে প্রবেশ করে।


৪৮. বেশি দিন ভালবাসতে পারে না বলেই ভালবাসার জন্য মানুষের এত হাহাকার।


৪৯. ভাগ্য হচ্ছে এমন একটা চিরন্তন সত্য যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। যেটা যার কপালে লেখা নেই সেটার জন্য হাজার চেষ্টা করলেও কোন লাভ নেই, আবার অনেকে আছেন যারা যেটা কোনদিন কল্পনাও করেননি সেটাও পেয়ে যাচ্ছেন।

                                            ____রেদোয়ান মাসুদ।

৫০. “পেঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে-
জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহবানে”

                                            ____জীবনানন্দ দাস।

TELL US IF YOU HAVE ANY QUERIES.

Previous Post Next Post

Contact Form